• English
  • বাংলা

News and Info

হজ্জ এজেন্সীর স্বত্বাধিকারী/ পরিচালক/ব্যবস্থাপনা পরিচালক/ অংশীদারদের সঙ্গে হজ্জ ব্যবস্থাপনা সংক্রান্ত ওরিয়েনটেশন ও বিমানভাড়া পরিশোধ সংক্রান্ত সভা প্রসঙ্গে

June 24, 2015

২০১৫ (১৪৩৬ হিজরি )সনে হজ্জ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে  আগামী ২৭/০৬/২০১৫ খ্রিঃ  বেলা ৪.০০ ঘটিকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো: বাবুল হাসানের  সভাপতিত্বে হজ্জক্যাম্প, আশকোনা,ঢাকায় (২য় তলায় ) হজ্জ এজেন্সীর স্বত্বাধিকারী/ পরিচালক/ব্যবস্থাপনা পরিচালক/ অংশীদারদের সঙ্গে হজ্জ ব্যবস্থাপনা সংক্রান্ত ওরিয়েনটেশন ও  বিমানভাড়া পরিশোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে । উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

সরকারী ব্যবস্থাপনার ঢাকা মহানগরী ও ঢাকা জেলার হজযাত্রীদের গ্রুপ গঠন ও প্রাথমিক প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে

July 9, 2015

২০১৫ সালের সরকারী ব্যবস্থাপনার ঢাকা মহানগরী ও ঢাকা জেলার হজযাত্রীদের গ্রুপ গঠন ও প্রাথমিত প্রশিক্ষণ আগামী ১১/০৭/২০১৫ তারিখ  শনিবার সকাল ০৯.৩০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হবে। গ্রুপ গঠন ও প্রাথমিত প্রশিক্ষণে সরকারী ব্যবস্থাপনার  ঢাকা মহানগরী ও ঢাকা জেলার সকল হজযাত্রীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ্জযাত্রীদের ভিসা লজমেন্ট করার জন্য ইউজার ও পাসওয়ার্ড সংগ্রহ প্রসঙ্গে

June 9, 2015

হজ্জযাত্রীদের ভিসা লজমেন্ট কার্যক্রমের জন্য সৌদি দূতাবাস থেকে প্রত্যেক এজেন্সীকে ইউজার ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হয় । এই জন্য যে সকল এজেন্সী ২০১৪ সালের কার্যক্রমে অংশগ্রহন করেননি কিন্তু এই বছর ( ২০১৫ সনে ) হজ্জ কার্যক্রমে অংশ গ্রহন করছেন, তাদেরকে নির্দিষ্ট ফরমে ( ফরমটি ডাউনলোড করুন ) সম্পুর্ন তথ্য পুরণ পূর্বক (মোবাইল নাম্বার ও ই-মেইল আবশ্যক)    স্ব-স্ব এজেন্সীর অফিসিয়াল প্যাডে সৌদি দূতাবাসের কাউন্সিলর বরাবর আরবী দরখাস্থ সহ হজ্জ অফিসে মিঃ সুহিল মোহাম্মদ ফেরদৌস এর নিকট আগামী ২৭-০৬-২০১৫ খ্রিঃ তারিখের মধ্যে জমা প্রদান করতে অনুরোধ করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত হজ্জযাত্রীদের বিমান ভাড়া সহ অন্যান্য খরচের হিবাস বিবরণী প্রেরণ।

July 4, 2015

উপর্যুক্ত বিষয়ে হজ্জ কার্যক্রম অংশগ্রহণকারী সকল এজেন্সী অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৫ সালে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত হজ্জ প্যাকেজ -২০১৫ খ্রিঃ এর অনুচ্ছেদ ৩.৮ তে নিবন্ধনকৃত হজ্জযাত্রীদের নিকট হতে বাড়ী/ হোটেল ভাড়া খাওয়া খরচসহ অন্যান্য ফি’র অর্থ হজ্জ এজেন্সীর নিজ নিজ ব্যাংকে হিসাবে জমা হয়েছে মর্মে সংশিষ্ট ব্যাংক কর্তৃক স্বাক্ষরিত ও হাব কর্তৃক প্রতিস্বাক্ষরিত স্টেটমেস্ট যথাশীঘ্র হজ্জ অফিস, ঢাকায় প্রেরণের জন্য অনুরোধ করা হল ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

MOFA পদ্ধতিতে ভিসা ইস্যু এবং জেদ্দা / মদিনা বিমানবন্দর হয়ে প্রেরিতব্য হজ্জযাত্রীর সংখ্যা অবহিত করণ প্রসঙ্গে।

July 7, 2015

MOFA পদ্ধতিতে ভিসা ইস্যু এবং জেদ্দা / মদিনা বিমানবন্দর হয়ে প্রেরিতব্য হজ্জযাত্রীর সংখ্যা অবহিত করণ সম্পর্কে বাংলাদেশ হজ্জ অফিস, জেদ্দা হতে প্রাপ্ত পত্রের বিস্তারিত জানতে নিম্নের লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখুন।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৫খ্রিঃ/১৪৩৬হিজরী সালে হজ্জযাত্রীদের বাড়ী ভাড়া খাবার সরবরাহ ও অন্যান্য বাবদ প্রতিজন হজ্জযাত্রীর জন্য সৌঃরিঃ ৬,৮০০ হারে সৌদি আরবে স্থানান্তর প্রসংগে।

June 11, 2015

উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ২০১৫খ্রিঃ/১৪৩৬হিজরী সালে বেসরকারী ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজ্জযাত্রীদের সৌদি আরবে বাড়ীভাড়া, খাবার সরবরাহ ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য হজ্জযাত্রী প্রতি সৌঃরিঃ ৬,৮০০.০০ (সৌঃরিঃ ছয় হাজার আটশত) অথবা সমমান বাংলাদেশী টাকা সৌদি আরবে স্থানান্তরের লক্ষ্যে সরকার অনুমতি প্রদান করেছে । এমতাবস্থায়, হজ্জযাত্রীদের নামের তালিকা ও মোয়াল্লেম ফি জমাদানের প্রমান দাখিল সাপেক্ষ্যে সংশ্লিষ্ট হজ্জ এজেন্সীর মালিক/বৈধ প্রতিনিধির মাধ্যমে যথাযথ আর্থিক বিধি-বিধান অনুসরণ করতঃ সৌদি আরবে প্রয়োজনীয় সৌদি রিয়াল অথবা সমমান বাংলাদেশী টাকা স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হ’ল ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

বেসরকারী হজ্জ্ব এজেন্সীরসমূহের ব্যাংক একাউন্ট খোলা, মোনাজ্জেম কার্ড সংগ্রহ ও মক্কা মদিনায় বাড়ী ভাড়া করণ প্রসঙ্গে।

June 18, 2015

বাংলাদেশ হজ্জ অফিস, জেদ্দার স্মারক নং-১৬, ০৪, ০০০০,০০০,০৫,০০২,২০১৪-১৬৮, তারিখ-১৪/০৬/২০১৫খ্রিঃ
উপর্যুক্ত বিষয়ে সূত্রে বর্নিত পত্রের ( কপি সংযুক্ত ) প্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, হজ্জ ২০১৫ ( ১৪৩৬ হিঃ ) মৌসুমে সরকারি-বেসরকারি ব্যবস্হাপনায় গমনেচ্ছু হজ্জ্বযাত্রীদের ভিসা, ওমরা ভিসার ন্যায় অনলাইনে ইস্যু করা হবে। অনলাইন ভিসা প্রাপ্তির জন্য বর্তমান হজ্জ মৌসুমে গমনেচ্ছু হজ্জযাত্রীদের ( সরকারী ও বেসরকারী )    জন্য মক্কা ও মদিনায় বাড়ী ভাড়া মাশায়ারে আল মোকাদ্দাসার ক্যাটারিং সার্ভিস, পবিত্র শহরে যাতায়াত সংক্রান্ত চুক্তি সম্পাদনপূর্বক ই-হজ্জ সিস্টেমে এন্টি দিতে হবে এবং পবিত্র ভুমিতে প্যাকেজ ভিত্তিক আগমনের বিষয়টি নিশ্চিত করে সকল সেবা প্রাপ্তির বিষয়টি ই-হজ্জ সিস্টেমে রেজিষ্ট্রেশন হওয়ার পর বর্তমানে প্রচলিত ওমরা ন্যায় একই পদ্বতিতে ইলেকট্রনিক হজ্জ ভিসা ইস্যু হবে। নির্ধারিত সময়ের মধ্যে যে সকল এজেন্সী উপরোক্ত কার্যক্রম সমপন্ন করতে ব্যর্থ হবেন সে সকল এজেন্সীর হজ্জযাত্রীদের অনূকুলে কোন ভিসা সৌদি সরকার ইস্যু করবে না, ফলে হজ্জযাত্রীগন সৌদি আরবে গমন করতে পারবেন না মর্মে সৌদি আরব হতে অবহিত করা হয়েছে । বর্ণিত কার্যাদি সমপন্ন করার জন্য দ্রুত মোনাজ্জেম ভিসায় সৌদি আরব গমনের জন্য অনুরোধ করা সত্ত্বেও এখন পর্যন্ত ২৬০ জন মোনাজ্জেম সৌদি আরব গমন করেননি। তবে অদ্য ১৬/০৬/২০১৫ তারিখ সন্ধা ৭.০০ টায় কাউন্সিলর(হ্জ) মহোদয়ের সাথে উপ-সচিব (হ্জ) এর টেলিফোনিক আলাপে এ পর্যন্ত ১৭০টি এজেন্সী রিপোর্ট করেননি বলে জানানো হয়। এমতাবস্থায়, যে ১৭০টি এজেন্সীর মোনাজ্জেম এখন পর্যন্ত সৌদি আরব গমন করেনি তাদের দ্রুততম সময়ের মধ্যে সৌদি আরব গমনের নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ্জ ম্যানেজমেন্ট সিস্টেমে (HMIS)এ লগইন করণ প্রসংঙ্গে

June 18, 2015

হজ্-২০১৫ এর সাথে সংশ্লিষ্ট সকল এজেন্সীসমূহের অবগতির জন্য  জানানো যাচ্ছে যে,  সম্মানিত হজ্জযাত্রীগণের তথ্যাবলি কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ধাপে ধাপে প্রকাশকরণের কাজ শুরু হয়েছে । এই লক্ষ্যে পর্যায়ক্রমে হজ্-২০১৫ এর সাথে সংশ্লিষ্ট সকল এজেন্সীসমূহের ইউজার এবং পাসওয়ার্ড  লগইন করার জন্য খুলে দেয়া হবে ।  দুই ধাপে হজ্জ ম্যানেজমেন্ট সিস্টেমে ইউজার এবং পাসওয়ার্ড  দিয়ে লগইন করতে হবে । প্রথম ধাপের ইউজার এবং পাসওয়ার্ড  স্ব-স্ব এজেন্সীর ই-মেইলে প্রেরণ করা হবে, ২য় ধাপে লগইন করার জন্য পূর্বে প্রদানকৃত ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করলেই হবে । হজ্জ ম্যানেজমেন্ট সিস্টেমের (HMIS) নিরাপত্তা জনিত কারনে দুই ধাপে লগইন করার ব্যবস্থা করা হয়েছে ।

Agency Login Step 1

 

 

 

 

Agency Login Step 2

ই-হজ্জ সিষ্টেমে কার্যক্রম বন্ধ (Red) থাকায় হজ্জ এজেন্সী পরিবর্তন প্রসংগে

June 4, 2015

এতদ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ হজ্জ অফিস, ,জেদ্দা, সৌদি আরব হতে প্রাপ্ত পত্রখানি সকলকে ডাউনলোড করে দেখার জন্য অনুরোধ করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৫ (১৪৩৬ হিঃ) হজ্জ মৌসুমে বেসরকারী ব্যবস্থাপনায় আগতব্য হজ্জযাত্রীদের জন্য বাড়ী/হোটেল ভাড়া করণ প্রসঙ্গে।

June 15, 2015

বাংলাদেশ হজ্জ অফিস, জেদ্দার স্মারক নং-১৬.০৪.০০০০.০০০.০৭.০০৭.২০১৫-১৩৩, তারিখ-২০/০৫/২০১৫ খ্রিঃ।
উপর্যুক্ত বিষয়ে সূত্রে বর্ণিত পত্রের (কপি সংযুক্ত) প্রেক্ষিতে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, হজ্জ ২০১৫ (১৪৩৬ হিঃ) মৌসুমে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে হজ্জব্রত পালনার্থে হজ্জযাত্রীদের জন্য বাড়ী/হোটেল ভাড়া করণের  বিষয়ে  ইলেক্টনিক পদ্ধতিতে ভিসা ইস্যু করা হবে মর্মে সৌদি সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন । যার দরুন বর্তমান হজ্জ মৌসুমে হজ্জযাত্রীদের জন্য মক্কা-মদিনায় বাড়ী/হোটেল ভাড়া সহ অন্যান্য সকল কার্যক্রম নিশ্চিত করে আগামী ১৬/০৬/২০১৫ তারিখের মধ্যে অনলাইনে এন্ট্রি দিতে হবে। ফলে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক যে সকল এজেন্সীর হজ্জযাত্রীর উল্লেখিত কার্যক্রম ১৬/০৬/২০১৫ তারিখের মধ্যে নিশ্চিত করা যাবেনা সে সকল এজেন্সীর হজ্জযাত্রীগণ বর্তমান হজ্জ মৌসুমে ভিসা প্রাপ্ত হবে না । তাছাড়া বাংলাদেশ হজ্জ অফিস, মক্কা, সৌদি আরব হতে আরো জানানো হয় যে, এখন পর্যন্ত (১৪/০৬/২০১৫) ২৬০টি এজেন্সী মক্কা হজ্জ অফিসে রিপোর্ট করেনি। বর্ণিত অবস্থায়, নির্ধারিত (১৬/০৬/২০১৫) তারিখের মধ্যে সৌদি আরবে গিয়ে মক্কা, মদিনায় বাড়ী/হোটেল ভাড়া করণসহ সকল কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট এজেন্সীসমূহকে নির্দেশনা প্রদান করার জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য, নির্ধারিত তারিখের মধ্যে বাড়ী/হোটেল ভাড়ার কার্যাদি সম্পন্ন করতে ব্যর্থ হলে এ দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সীকেই বহন করতে হবে ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জযাত্রীদের বিমানভাড়াসহ প্যাকেজের সমুদয় টাকা আদায় প্রসঙ্গে।

June 3, 2015

উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশের সকল হজ্জ এজেন্সীদের দৃষ্টি আকর্ষণের জন্য হাব এর সভাপতি/মহাসচিবকে জানানো যাচ্ছে যে, ২০১৫ সনের হজ্জ প্যাকেজ অনুযায়ী বেসরকারী ব্যবস্থাপনার সকল হজ্জযাত্রীদের হজ্জ প্যাকেজের অবশিষ্ট সমুদয় টাকা যথা বিমান ভাড়া, পবিত্র মক্কা ও মদিনা শরীফের বাড়ী ভাড়া, সৌদি মোয়াল্লেমের চার্জ, অতিরিক্ত তাঁবু চার্জ, খাওয়ার টাকা ইত্যাদি সকল অর্থ এজেন্সী কর্তৃক হজ্জযাত্রীদের নিকট হতে আদায় পূর্বক হজ্জযাত্রী প্রতি বিমানের সম্পূর্ণ ভাড়া আগামী ১০.০৬.২০১৫ তারিখের মধ্যে সরকারের ব্যাংক হিসাবে জমা করতে হবে । (০২)  এমতাবস্থায়, প্রত্যেক এজেন্সীর হজ্জযাত্রীদের নিকট হতে স্ব-স্ব প্যাকেজের উল্লিখিত অবশিষ্ট টাকা দ্রুত আদায় করে হজ্জযাত্রী প্রতি বিমান ভাড়া ১০.০৬.২০১৫ তারিখের মধ্যে সরকারের সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল ।(০৩)    সরকার এ বিষয়ে হাব, সকল হজ্জ এজেন্সী এবং বেসরকারি ব্যবস্থাপনার সকল হজ্জযাত্রীদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করছে ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

নাম ঠিকানা সঠিক নয় হজ্জযাত্রীদের পূনরায় পুলিশ ভেরিফিকেশনে প্রেরণ প্রসঙ্গে

June 6, 2015

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, ২০১৫ সনের হজ্জযাত্রীদের পুলিশ ভেরিফিকেশনে যে সকল হজ্জযাত্রীদের নাম ঠিকানা সঠিক নয়, তাদের তথ্য পূনরায় ভেরিফিকেশন করার জন্য Excel ফরমেটে পূরণ করে (Excel ফাইলটি নিম্ন থেকে ডাউনলোড করে নিন) hajjoffice9@gmail.com ই-মেইলে আগামী ০৯-০৬-২০১৫ ইং তারিখের মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হ’ল।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন