hms_logo

  • English
  • বাংলা

News and Info

২১টি হজ এজেন্সির শুনানী গ্রহন প্রসঙ্গে

April 15, 2019
বেসরকারি ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবের মক্কা, মদীনা ও জেদ্দায় এবং বাংলাদেশের উথাপিত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সরকার কর্তৃক নিম্নবর্ণিত হজ এজেন্সিগুলোকে শাস্তি প্রদান করা হয়েছে। প্রদত্ত শাস্তির পরিপ্রেক্ষিতে হজ এজেন্সিগুলো কর্তৃক দাখিলকৃত রিভিউ আবেদনের আলোকে জাতীয় হজ ও ওমরাহ নীতি- ১৪৪০ হিজরী /২০১৯খ্রিঃ এর ২৪.৩ অনুচ্ছেদ মোতাবেক গঠিত রিভিউ কমিটি কর্তৃক আগামী ১৭/০৪/২০১৯ ও ১৮/০৪/২০১৯ খ্রিঃ বেলা ০৩:৩০ ঘটিকায় এ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের অফিস কক্ষে (ভবন নং -৮, কক্ষ নং-১০১, বাংলাদেশ সচিবালয় , ঢাকা) শুনানী গ্রহণ করা হবে।
০২। বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/যথাযথ প্রতিনিধিকে তাদের রিভিউ আবেদনের স্বপক্ষীয় প্রয়োজনীয় কাগজপএাদি/তথ্য/প্রমানাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ কা হলো।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

পাসপোর্ট ভেরিফিকেশন লিংক সক্রিয় প্রসঙ্গে

April 13, 2019

বর্তমানে পাসপোর্ট ভেরিফিকেশন লিংকটি সক্রিয় আছে। যে সকল ব্যবহারকারিগন ইতোপূর্বে পাসপোর্ট সাবমিট করে ব্যর্থ হ‌য়ে‌ছেন, তাদের‌কে রিসাবমিট করার জন্য অনুরোধ করা হলো।

২০১৯ সনে হজ কার্যক্রমে অংশগ্রহনকারী এজেন্সি সমুহের প্রতিনিধিদের জন্য বিজ্ঞপ্তি

April 13, 2019
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।

April 12, 2019
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৯ সনে হজ কার্যক্রমে অংশগ্রহনকারী এজেন্সি সমুহের জন্য আজ বেলা তিনটায় সভা সংক্রান্ত নোটিশ

April 12, 2019
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।

April 10, 2019

২০১৯ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের কোটা এখনও খালি আছে। আগে আসলে আগে প্রাক-নিবন্ধনের ভিত্তিতে রেজিষ্ট্রেশন কার্যক্রমের সময়সীমা ১০.০৪.২০১৯ খ্রি. এর পরিবর্তে আগামী ১৮.০৪.২০১৯ খ্রি. পর্যন্ত বর্ধিত করা হলো। তবে পাসর্পোট ভেরিফিকেশনের সুবিধার্থে আগামী ১৭.০৪.২০১৯ খ্রি. এর মধ্যে পাসপোর্ট দাখিল করতে হবে। উল্লেখ্য যে, রেজিষ্ট্রেশনের জন্য সরকারি ছুটির দিনেও পাসপোর্ট দাখির করা যাবে।
০২। আরো উল্লেখ্য যে, ইতোপূর্বে আহ্বানকৃত প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গের মধ্যে যারা কোন কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে ২০১৯খ্রি. সনে হজ পালনে আগ্রহী ব্যক্তিগণকে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন prp@hajj.gov.bd; morahajsection@gmail.com ই-মেইল অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হলো।
০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৮ হজ মৌসুমে নিম্নমানের বাড়ি ভাড়াকরণ বিষয়ে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে কারণ দর্শানোর নোটিশ

April 8, 2019

উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলো। ২০১৮ (১৪৩৯ হিজরি) হজ মৌসুমে বেসরকারি এজেন্সিসমূহ কর্তৃক ভাড়াকৃত বাড়িসমূহের তাসরীহ অনুমোদন প্রক্রিয়ায় সরেজমিন পরিদর্শনকালে দেখা যায় ১০৩ (একশত তিন) টি এজেন্সির মালিক/মোনাজ্জেম তাদের হাজীদের জন্য অতিদূরে এবং নিম্নমানের বাড়ি ভাড়া করেন। ২০১৮ সালের হজ ফ্লাইট শুরু হয়ে যাওয়ার কারণে তাদের ব্যক্তিগত অঙ্গীকারনামা রেখে হাজীদের সৌদি আরবে গমনের সুযোগ দেয়া হয়। হজ এজেন্সিসমূহের এহেন কার্যক্রমের কারণে হজ ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হয়েছে।

০২। এমতাবস্থায়, ১৪৩৯ হিজরি/২০১৮ খ্রি. সনের হজ মৌসুমে তাদের হাজীদের জন্য অতিদূরে এবং নিম্নমানের বাড়ি ভাড়া করার কারণে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক/আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী ০৭ (সাত) দিনের মধ্যে তার কারণ দর্শানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

০৩। উল্লেখ্য, আসন্ন হজ মৌসুমে উল্লিখিত এজেন্সিসমূহ যে সব বাড়ি/হোটেল ভাড়া করবে তার শতভাগ পরিদর্শন করা হবে এবং সে পরিদর্শনে অতিদুরে ও নিম্নমানের প্রমাণিত হলে সে সব এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংযুক্তি: বর্ণনামতে ০৩ পাতা।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।

April 7, 2019

সংশ্লিষ্ট সকলের অবগতি জন্য জানানো যাচ্ছে যে, ২০১৯ সনের বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের ক্রমিক ৫,১৪,৮৩৪ পর্যন্ত ব্যক্তিদের নিবন্ধন সময় ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। সে প্রেক্ষিতে জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৪০ হিজরি/২০১৯ খ্রি. এর অনুচ্ছেদ ৩.১.৮ অনুযায়ী প্রাক-নিবন্ধনের পরবর্তী ক্রমিক ৫,১৪,৮৩৫ হতে ৫,৩৪,০৯২ পর্যন্ত প্রাক-নিবন্ধিত ব্যক্তিগণকে আগামী ১১.০৪.২০১৯ খ্রি. পর্যন্ত নিবন্ধন করার জন্য আহ্বান করা হলো। তবে যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে আগামী ১০.০৪.২০১৯ খ্রি. এর মধ্যে পাসপোর্ট দাখিল করতে হবে। উল্লেখ্য যে, রেজিষ্ট্রেশনের জন্য সরকারি ছুটির দিনেও পাসপোর্ট দাখিল করা যাবে।

০২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।

April 4, 2019

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৯ সনের হজে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের বিন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের ক্রমিক ৪,৭৯,৮১৬ হতে ৫,১৪,৮৩২ পর্যন্ত প্রাক-নিবন্ধিত ব্যক্তিগণের নিবন্ধন করার সময়সীমা আগামী ০৭.০৪.২০১৯ খ্রি. পর্যন্ত বর্ধিত করা হলো । তবে যথাসময়ে পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধার্থে আগামী ০৬.০৪.২০১৯ খ্রি. এর মধ্যে পাসর্পোট দাখিল করতে হবে। উল্রেখ্য যে, রেজিষ্ট্রেশনের জন্য সরকারি ছুটির দিনেও পাসপোর্ট দাখিল করা যাবে। এই সময়ের মধ্যে কোটা পূরন না হলে পরবর্তী ক্রমিকের প্রয়োজনীয় সংখ্যক হজযাত্রীদের নিবন্ধনের জন্য আহ্বান করা হবে। সংশ্লিষ্টদের এ ব্যাপারে পাসপোর্টসহ প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি।

April 4, 2019

২০১৯ সালের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আগ্রহী প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ব্যবস্থাপনায় হজে গমনের কোটা এখনও খালি আছে। আগে আসলে আগে প্রাক-নিবন্ধনের ভিত্তিতে রেজিষ্ট্রেশন কার্যক্রমের সময়সীমা ০৪.০৪.২০১৯ খ্রি. এর পরিবর্তে আগামী ১০.০৪.২০১৯ খ্রি.পর্যন্ত বর্ধিত করা হলো। তবে পাসর্পোট ভেরিফিকেশনের সুবিধার্থে আগামী ০৯.০৪.২০১৯ খ্রি. এর মধ্যে পাসপোর্ট দাখিল করতে হবে। উল্লেখ্য যে, রেজিষ্ট্রেশনের জন্য সরকারি ছুটির দিনেও পাসপোর্ট দাখির করা যাবে।
০২। আরো উল্লেখ্য যে, ইতোপূর্বে আহ্বানকৃত প্রাক-নিবন্ধিত ব্যক্তিবর্গের মধ্যে যারা কোন কারণে নিবন্ধন করতে পারেননি তাদের মধ্যে ২০১৯খ্রি. সনে হজ পালনে আগ্রহী ব্যক্তিগণকে পরিচালক, হজ অফিস, ঢাকা বরাবর লিখিত আবেদন prp@hajj.gov.bd; morahajsection@gmail.com ই-মেইল অবহিতকরণ অথবা ০৯৬০২৬৬৬৭০৭ এ ফোন করে জানানোর জন্য অনুরোধ করা হলো।
০৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

৯টি হজ এজেন্সির বিরুদ্ধে মোয়াচ্ছাছা কর্তৃক অভিযোগে গৃহীত কার্যক্রম।

April 2, 2019
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

মোনাজ্জেমের তথ্য প্রেরণ প্রসঙ্গে হজ এজেন্সিদের জন্য জরুরী বিজ্ঞপ্তি

April 2, 2019

২০১৯ সালে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল হজ এজেন্সি মালিক/অংশীদারগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩০.০৩.২০১৯ খ্রী. তারিখের মধ্যে মোনাজ্জেমের তথ্য হজ অফিস, ঢাকায় প্রেরণের অনুরোধ করা হলেও অনেক হজ এজেন্সী মোনাজ্জেমের তথ্য হজ অফিজ, ঢাকায় জমা করেন নি। ফলে নির্ধারিত তারিখের মধ্যে মোনাজ্জেম তথ্য সৌদি আরব প্রেরণ করা সম্ভব হচ্ছে না। সুষ্ট হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী ০৩.০৪.২০১৯ খ্রী. তারিখের মধ্যে সৌদি আরবের মোনাজ্জেমের তথ্য আপনার user দিয়ে সিস্টেম হতে ডাউনলোড করে এজেন্সীর প্যাডে প্রিন্টপূর্বক অফিসের সীল এবং মালিকের স্বাক্ষরসহ হজ অফিস, ঢাকার ই-মেইল নং monazzem2019@gmail.com এ প্রেরণ এবং হার্ডকপি আবশ্যিকভাবে হজ অফিস, ঢাকায় প্রেরণের জন্য পুনরায় অনুরোধ করা হলো।
২। বিষয়টি অতীব জরুরী।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন