hms_bangla_logo

দৈনিক হজ বুলেটিন

হজ্জ ২০১৪ প্রতিদিনের বুলেটিন
আইটি হেল্প ডেস্ক, মক্কা।

তারিখ: ৩১ অক্টোবর ২০১৪ (০৭ মহররম ১৪৩৬ হি:) রাত ১১:৫৯ (সৌদি সময়) প্রকাশ সংখ্যা: ৬৬

 

আজ রাত ৯:০০ ঘটিকায় বাংলাদেশ হজ্জ অফিস মক্কার সভাকক্ষে হজ্জ প্রশাসনিক দলনেতা ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম-সচিব জনাব হাসান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর (হজ্জ) জনাব মোঃ আসাদুজ্জামান, কনসাল (হজ্জ) জনাব মোঃ জহিরুল ইসলাম, মদিনার সহকারী হজ্জ অফিসার জনাব জাহাঙ্গীর আলম, জেদ্দার সহকারী হজ্জ অফিসার জনাব ফয়জুল ইসলাম ফারুকী, হজ্জ প্রশাসনিক ও আইটি দলের সদস্যবৃন্দ এবং হাবের নেতৃবৃন্দ। ২০১৪ সনের সূষ্ঠু হজ্জ ব্যবস্থাপনার জন্য হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সভায় পরবর্তী বছরের হজ্জ কার্যক্রম বিশেষ করে ই-হজ্জ সিস্টেম সম্বন্ধে করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয়।

সর্বশেষ অবস্থা ৩১ অক্টোবর, ২০১৪ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):

 • সর্বমোট দেশে প্রত্যাবর্তনকারী হাজী ৭৬,৭৩৫ জন
 • ফিরতি ফ্লাইট সংখ্যা ১৯৬ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯৮ টি এবং সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৯৮ টি
 • সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ৭২,৮৪৪ টি
 • আইটি হেল্পডেস্ক মিনা হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ১০,৮৪২ টি
 • সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান সংখ্যা ৫২,০৮৫ টি
 • সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা সেবা প্রদান সংখ্যা ৮৪,৫৬৭ টি
 • সর্বমোট প্রাপ্ত লাগেজ (হজ্জযাত্রীদের কাছ থেকে হারানো) সংখ্যা ৩১২ টি; স্ব-স্ব মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে ২৮৮ টি
 • মৃত হাজীর সংখ্যা ৮৮ জন। পুরুষ ৭৬ জন এবং মহিলা ১২ জন। মক্কায় ৬৩ জন; মদিনায় ১৬ জন; জেদ্দায় ৪ জন; মিনায় ৫ জন

এক নজরে হজ্জ ২০১৪ এর কার্যক্রম:

 • সরকারি, বেসরকারি ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনার সদস্যসহ আগত সর্বমোট হজ্জযাত্রী ৯৮,৬০৫ জন
 • বেসরকারি ব্যবস্থাপনায় মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সীর সংখ্যা ৮৩৫ টি
 • আগত ফ্লাইট সংখ্যা ২৫৫ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩১ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১২৪ টি
 • হজ্জযাত্রীদের হজ্জ ফ্লাইট শেষ হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০১৪
 • হাজীদের সম্ভাব্য শেষ ফিরতি হজ্জ ফ্লাইট ৮ নভেম্বর ২০১৪

সর্বশেষ মৃত্যু:
গত ২৫/১০/২০১৪ ইং তারিখ সিরাজগঞ্জ জেলার মোহাম্মাদ বরাদ আলী (৫৯) পবিত্র মদিনা আল মুনাওয়ারায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এ বছর বর্ষা ওভারসীজ (০৬৯৭) এর মাধ্যমে সৌদি আরব এসেছিলেন। তাঁর পাসপোর্ট নম্বর ওসি২০৮১৯৩৩।

 

তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ্জ অফিস ঢাকা এবং সৌদি আরব, আদিল্লা অফিস, মদিনা।