hms_logo

  • English
  • বাংলা

কমিটি-১ কর্তৃক শুনানীতে আগামী ১০.০২.২০১৮ তারিখে অংশগ্রহণ প্রসঙ্গে

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৭ খ্রি. (১৪৩৮ হিজরী) সনে হজ এজেন্সি সমূহের  বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ যাচাই বাছাইপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্ত কমিটি-১ এর নিকট ন্যস্ত অভিযোগসমূহের সংযুক্ত তালিকায় বর্ণিত ০৮ (আট) টি এজেন্সীর অভিযোগের বিষয়ে আগামী ১০.০২.২০১৮ খ্রি. তারিখ রোজ: সোমবার, সকাল ১০.০০ টা হতে বেলা ০১.০০ টা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষ বায়তুল মোকাররম, ঢাকায় এতদসংক্রান্ত গঠিত কমিটি-১ কর্তৃক শুনানী গ্রহণ করা হবে। সংযুক্ত তালিকায় সংশ্লিষ্ট অভিযুক্ত যে সকল এজেন্সীর শুনানী গ্রহণ করা হবে (তালিকা সংযুক্ত) তাদেরকে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় প্রস্তুতিসহ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ যে, বর্ণিত এজেন্সীসমূহের মধ্যে কতিপয় এজেন্সি ০৮.০১.২০১৮ খ্রি. তারিখ জন্য শুনানীতে উপস্থিত হলেও শুনানী নিস্পত্তি হয়নি এবং কতিপয়  এজেন্সী শুনানীতে উপস্থিত হননি। সে প্রেক্ষিতে নির্ধারিত দিনের শুনানীতে উপস্থিত না হলে পূণরায় শুনানীর জন্য ডাকা হবে না এবং চুড়ান্ত নোটিস হিসেবে গণ্য হবে।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন